নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চালক-শ্রমিকদের নিরাপত্তায় চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকরা।
শনিবার (৪আগস্ট)এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সড়কে যানবাহন চালাতে চালক-শ্রমিকরা নিরাপত্তা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সাথে ঐক্যমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আবুল কালাম আজাদ।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর সড়কে নামে শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার সরকার আন্দোলনকারীদের দাবি মানার ঘোষণা দিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানানোর পর অঘোষিত ধর্মঘট শুরু করে পরিবহন মালিক-শ্রমিকরা।